রাজৈর উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়,ইশিবপুর হাইস্কুল,চৌয়ারী বাড়ি হাইস্কুল,সারিস্তাবাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,শ্রীনদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,গনেশ পাগল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।
এছাড়া আ ন ব উচ্চ বিদ্যালয়,হাসান কান্দি উচ্চ বিদ্যালয়,চর মস্তফাপুর উচ্চ বিদ্যালয়, পপুলার হাইস্কুল, শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবৎ শূণ্য রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায় জানান প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূণ্য থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নানা জটিলতার সৃষ্টি হয়েছে।