বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার

অভিযাত্রিকের ২৩৫০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৫২ Time View

১৬ আগস্ট/২০২৪ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরে ২৩৫০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সম্মানিত সিনিয়র সদস্য জোসেফ আখতার -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের নিবেদন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত গণঅভ্যুত্থানে বিজয়ের নতুন যাত্রায়- “শান্তির জন্য কবিতা” – শীর্ষক অভিযাত্রিকের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাণবন্ত করেছেন সম্মুখ সারির আন্দোলনকারী বীরযোদ্ধা জনাব আহসানুল জাব্বার -পদার্থ বিজ্ঞান বিভাগ, বে.রো.বি, রংপুর, জনাব এস.এম আশিকুর রহমান -EEE, বে.রো. বি, রংপুর, জনাব শাহরিয়ার সোহাগ – গণযোগাযোগ ও সাংবাদিকতা, বে.রো. বি, রংপুর।

জনাব হাজিম-উল হক- গণযোগাযোগ ও সাংবাদিকতা, বে.রো.বি, রংপুর, ইমরান হোসেন, দীপ্ত সহ আরো ৫/৬ জন। আন্দোলনকারী ছাত্ররা তাদের নিজ নিজ অভিব্যক্তি ব্যক্ত করেন। সকল ছাত্রদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ আন্দোলনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় – তম্মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মিলন(রাজবন্দী ), হৃদয় আহম্মেদ হৃদয়(রাজবন্দী ), মিলন বানিয়া (পুলিশ কতৃক নির্যাতিত) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে জাহিদ হোসেন -এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন জোসেফ আখতার, তৈয়বুর রহমান বাবু, নাহিদা ইয়াসমিন, জাহিদ হোসেন, ইসহাক ইরানী, ফারহান শাহীল লিয়ন, রফিকুল ইসলাম লিখু, কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর, রায়হান আহমেদ রিমন, এস এম মুরাদুজ্জামান হাবীব, রীতা সিদ্দিকী, নূর হাসান চান, গোলাম রব্বানী, সৌরভ আল হাসান, জাহিদ হাসান মামুন, ডাঃ মাহফুজার রহমান প্রমুখ। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense