১৯৭৫ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পুরো পরিবারকে একদল বিপথগামী পাকিস্তানি রাজাকার পন্থী নৃশংস ভাবে হত্যা করে।
দেশরত্ন শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় উল্লেখিত ১৫ই আগস্ট এর জাতীয় শোক দিবস অনুষ্ঠান আগে-পরে অন্য কোনদিন আয়োজন না করে ১৫ আগস্টেই যথাসময়ে দোয়া মাহফিল ও শোক সভা আয়োজনের আহ্বান জানান।
আমরা মনে করি যারা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর আদেশ অমান্য করছেন তারা আমাদের নেত্রী ও হাই কমেন্টকে অপমান করছেন ও নিজেদের অক্ষমতার প্রমাণ দিচ্ছেন।
নেত্রীর আহবানে সাড়া দিয়ে জর্জিয়া স্টেট আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার কর্তৃক আয়োজিত ১৫ই আগস্ট রোজ বৃহস্প্রতিবার সন্ধায় স্থানীয় বিসমিল্লাহ ক্যাফে রেস্তরাতে ১৯৭৫ সালের ১৫এই আগস্টে বঙ্গবন্ধু শেখ মজিবুর রাহমান ও তার পরিবার সহ সকল শহীদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করেছেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব মাহামুদ রাহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি জনাব ডাঃ মুহাম্মদ আলী মানিক।
আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য, গাজী হাফিজুর রাহমান লিটু এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব সলিম উল্লাহ সলি এবং আওয়ামী লীগের নেতা জনাব রেজা করিম। জনাব মাহামুদ রাহমান এর সভাপতিত্বে এবং সাদমান সুমন ও শেখ আবদুল্লার সঞ্চালনায় ১৫ই আগস্টের সকল শহীদের জন্য দোয়া ও মোনাজাত করেন মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে আসেন জর্জিয়া স্টেট আওয়ামী লীগের অর্থ সম্পাদক , সাগর চক্রবর্তী, তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেন এবং স্থানীয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে অনুরোধ করেন।
সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলী পিন্টু, তার বক্তব্য কালে দেশে ঘটে যাওয়া অরাজকতা ও রাহাজানির বিরুদ্ধে বিএনপি জামাত শিবিরকে হুশিয়ার করে দিয়ে তিনি বলেন দেশে ঘটে যাওয়া এই অপকর্মকান্ডের বিচার দেশের মাটিতেই হবে।
বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার সর্বাধিনায়ক। তার অবদান বাংলাদেশের মানুষ কখনো পুরণ করতে পারবেনা। তার ৩২ নম্বরের বাড়ী কেন পড়ানো হলো, তার কি অপরাধ ছিলো। আমি এর সুষ্ঠ বিচার দাবী করি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি মাহাবুবুর ভুইয়া।
এরপর প্রধান অতিথির বিক্তব্য রাখেন জনাব ডাঃ মোহাম্মদ আলী মানিক, বক্তব্য প্রদান কালে সকলকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির মোকাবেলার আহ্বান জানান, তিনি বলেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভুয়া ছবির রাজনীতি বন্ধ করে সশরীরে রাজপথে উপস্থিত থেকে রাজপথের সক্রিয় সংগ্রামী রাজনীতি করতে ও অভ্যন্তরীণ কোন্দল ভুলে গিয়ে দলীয় সর্বোচ্চ ঐক্য গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখেন সভাপতি জনাব মাহামুদ রাহমান, তিনি তার বক্তব্যে দলকে আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরোধিতা করার প্রাধান্য দেন এবং দলের এই ক্লান্তিলগ্নে তিনি জর্জিয়া স্টেট আওয়ামী লীগকে আরো সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গঠন করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।
১৫ই আগস্ট এর আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শাহমোহাম্মদ শামীম জাহান, তানভীর আহমেদ শাওন, সাজ্জাদ জাহান, অভিষেক শ্যাম, সাদেক হোসেন, শাহানুর চৌধুরি, সাজ্জাদ জাহান, মইনুল হোসেন, মান্নান ভুইয়া, মনোয়ারা ভুইয়া, মিজান হোসেন ও সাজ্জাদ হোসেন সহ অনন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ জর্জিয়া আওয়ামী পরিবারের অনন্য সদস্য বৃন্দ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত