রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

ভালুকায় টানা দ্বিতীয় দিনের মত বিএনপির অবস্থান কর্মসূচী

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৪৮ Time View

ময়মনসিংহের ভালুকায় টানা দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গণ-হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী পালিত হয়।

১৫ আগস্ট বৃহস্পতিবার সারাদিন ব্যাপী উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে আলোচনা সভা শেষে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করে। কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান (হুমায়ুন) তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরকার, সিরাজুল ইসলাম ঢালী, খালেদা নার্গিস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, স্বপন বনিক, আবু তাহের ফকির, জহির রায়হান, সদস্য আমান উল্লাহ তাজুন, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারন সম্পাদক শাহ মোঃ সুজন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহাম্মেদ, মোবারক মোল্লা প্রমূখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense