ছাত্র জনতার গন অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে বাগেরহাটের কচুয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ (আগষ্ট) কচুয়া উপজেলা পেশাজীবি ফোরামের আয়োজনে বিকাল ৪ টায় কচুয়া উপজেলা মিলনায়তনে ছাত্র জনতার গন অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুব্রত সাহার সঞ্চালনায় কচুয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ভবকান্ত সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান শেখ,সরকারি সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিত্য রঞ্জন ঘোষ, সিনিয়র সাংবাদিক এসএম ওয়াজেদ আলী, কচুয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো: আফজাল হোসেন, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের প্রভাষক নিরাময়ইন্দু হালদার,
সোনাকুর আলীম মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো: আব্দুল আলী শেখ,পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদিউজ্জামান শেখ, বিলকুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সাহা, মো: শাহিনুর কবির, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সহ অনেকে। এসময় কচুয়া প্রেসক্লাবের সহ সভাপতি শিকদার ছাইদ, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,সহ সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম ও পেশাজীবি ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত