নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে দেড় কোটি টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের ৬ নং ওয়ার্ডের নিচাবাজার আলাইপুর এলাকায় এই নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। কুয়েত সরকারের অর্থায়নে নাটোর পৌরসভার দুইটি প্যাকেজে মোট ১,৫২,৯০,৫০২ টাকা ব্যয়ে চারটি আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। শহরের অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এই উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র। এ কাজে তিনি পৌরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন। এসময় মেয়র আরো জানান, চলতি বছরে অনেকগুলি ড্রেন এবং রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। যা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত