সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি’র শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩১২ Time View

ইমরান হোসেন শ্রীমঙ্গল প্রতিনিধি। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওয়া এক শোক বার্তায় বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর অবদান জাতি সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শওকত আলী লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। আগরতলা মামলার ২৬ নম্বর অভিযুক্ত ছিলেন তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense