মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ও শিরখাড়া ইউনিয়নে অবৈধভাবে ভ্যেকু দিয়ে মাটি কাটার দ্বায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধ ৫০০ মিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২৬/০৬/২৪) তারিখে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ভেকু দিয়ে অবৈধভাবে ভিপি জমি হতে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়া শিরখাড়া ইউনিয়নে অপর এক স্থানে ড্রেজার মেশিনের প্রায় ৫০০ মিটার ড্রেজিং পাইপ বিনষ্ট করা হয়। মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়েছে। সাইদুজ্জামান হিমু সাংবাদিকদের জানান সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটা বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply