✒মিষ্টি কথার পর্দায়, সব ভরসা নষ্ট করে দেয়, তারা অন্ধকারের কারিগর।
অসত্যের জাল বোনে, সত্যকে আড়ালে রেখে,
ধোঁকা দিয়ে, পথ হারিয়ে, সব কিছু বানিয়ে ফেলে তারা শূন্যের পাহাড়।
মুখে হাসি, অন্তরে পাপ, নকল সোনা জ্বেলে,
আলোয় ঢাকা আঁধার, ধ্বংসের রাজা হয়ে চুপিসারে কাড়ে।
স্বপ্নের মায়া দিয়ে, আসলে ফাঁকা ঘরে,
কথার জাদুতে মুগ্ধ করে, মনকে বিষাক্ত করে।
শয়তানের দল, ছলে-কৌশলে, ছায়া হয়ে থাকে,
মিথ্যের চাদরে ঢেকে, ভালোবাসার মুখোশ পরিয়ে।
দুষ্টের ক্রীড়ায় মত্ত, নিষ্পাপদের করে বিভ্রান্ত,
নিষ্ঠুর হাসির নেপথ্যে, খেলে যায় সব দুঃখের কাব্য।
তাদের থেকে সাবধান হও, সত্যের আলো ধরো,
মিথ্যের কুটিল ছায়া, দূরে সরাও, হৃদয় থেকে কষ্টের ঘা মোছো।
নিষ্ঠার শক্তি নিয়ে, ভরসার ডাল ধরো,
শয়তানের অনুসারী, একদিন নষ্ট হবে, সত্যের জয়গানে মোড়ো।
কলমে🖊🖊🖊
শাকুর মাহমুদ চৌধুরী
সাধারণ সম্পাদক
উপজেলা প্রেসক্লাব উখিয়া।
Leave a Reply