রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক

মাদারীপুরে বাংলাদেশগীতা শিক্ষা কমিটির জেলা সংসদের অভিষেক অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৫৩৬ Time View

নানা আয়োজনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) মাদারীপুর জেলা সংসদের শুভ অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল ১০ টায় শহরের পাঠক কান্দিস্থ ভারত সেবাশ্রম মন্দিরে মাদারীপুর জেলা সংসদের উদ্যোগে শুভ অভিষেক, গীতাপাঠ ও গীতা দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মাদারীপুর জেলা সংসদের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাঠক কান্দি প্রনব মঠের অধ্যক্ষ স্বামী সত্যপ্রিয়ানন্দ (জীবন) মহারাজ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝন্টু চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্ত্তিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের মাদারীপুর জেলার সহকারী পরিচালক মিন্টু কুমার ভদ্র অর্ঘ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদারীপুর জেলা পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক শ্রীমদ্ভাগবদ গীতা অনুশীলন সংঘের কেন্দ্রীয় সভাপতি হরিপদ দাস।

এসময় আরো বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের মাদারীপুর জেলা সভাপতি প্রানতোষ মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল রঞ্জন দত্ত, মাদারীপুর জেলা সুপার তুহীন কান্তি খান প্রমুখ।

জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার মন্ডল ও সদস্য কেয়া বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস।

ফুল দিয়ে অতিথি বরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পর্যায়ক্রমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত কণ্ঠে শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ, শপথবাক্য পাঠ ও শুভ অভিষেক, আলোচনা সভা, গীতা বিতরণ এবং মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense