বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:০০ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৪৫৫ Time View

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার শ্বাশ্বতী শীল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। এ সময় সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস.এম শরিফুল আলম ও শেখ সাজ্জাদ হোসেন মুন্না মনোনয়ন প্রত্যাহার করায় ৫ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ছাড়া এই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সিকদার আব্দুল হান্নান রুনু (হেলিকপ্টার মার্কা), এ. কে. এম ফয়জুল হক রোম (আনারস মার্কা), মো: তারিকুল ইসলাম উজ্জ্বল (মোটরসাইকেল মার্কা) মো: মুন্সি নজরুল ইসলাম (দোয়াত কলম মার্কা), মো: আইয়ুব হোসেন (ঘোড়া মার্কা)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হলেন, এফ আর রোমান রায়হান (টিয়া পাখি মার্কা), মো: কামরুল ইসলাম মিন্টু (মাইক মার্কা), মো: মোস্তফা কামাল লিওন (টিউবওয়েল মার্কা), মো: জাহিদুর রহমান (তালা মার্কা), আলী আজম মোল্যা (বই মার্কা), মো: বাবুল মিয়া (চশমা মার্কা), মাহমুদুল হাসান (বৈদ্যুতিক বাল্ব মার্কা)।

ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হলেন, ফারহানা ইয়াসমিন ইতি (কলস মার্কা), মিসেস কনিকা ওসিউর (ফুটবল মার্কা), মোসা: কাকলি বেগম (হাঁস মার্কা)। এদিকে প্রার্থীরা প্রতিক পেয়ে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense