শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

গোপালগঞ্জে পূণ্যস্নানে এসে হিটস্ট্রোকে পূণ্যার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪০৫ Time View

গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মহাবারুণীর পূণ্যস্নানে এসে হিটস্ট্রোকে দীনেশ বিশ্বাস (৩৫) নামে এক পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। আজনশনিবার বিকালে প্রচন্ড গরমের মধ্যে ওড়াকান্দি ঠাকুরবাড়িতে আগত লক্ষ লক্ষ মানুষের ভীড়ে হিটস্ট্রোক হয়ে তিনি মারা যান।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দীনেশ বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টিকারডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে।

ওসি জিল্লুর রহমান জানান,, আধ্যাত্মিক পুরুষ পূণ্যব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্মতিথী উপলক্ষে শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মহাবারুণীর পূণ্যস্নানে অংশ নেন লক্ষ লক্ষ মতুয়াভক্ত। ভোর থেকেই ঠাকুরবাড়ির দু’টি পুকুরে দলবদ্ধ ভক্তদের স্নান শুরু হয়।

বিকালে প্রচন্ড গরম আবহাওয়া এবং অস্বাভাবিক ভীড়ের মধ্যে দীনেশ বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে মারা যান। কাশিয়ানী ১০০—শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান বলেন, দীনেশ বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে প্রচন্ড ভীড়ের কারণে কেউ তাকে নিয়ে মেডিক্যাল ক্যাম্প পর্যন্ত নিয়ে যেতে পারেনি। তিনি মারা যাওয়ার অনেক পরে আমরা খবর পেয়েছি। মারা যাওয়ার পর তার স্বজনরা মরদেহ নিজেদের বাড়িতে নিয়ে গেছে।

বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি ও ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শ্রীশ্রী পদ্মনাভ ঠাকুর বলেছেন, দীনেশ আমাদের সুপরিচিত। তার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense