সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

হালকা বাতাসেই বিদ্যুৎবিহীন কালকিনি হাসপাতাল সহ বেশিরভাগ এলাকা,ভোগান্তিতে রোগীরা

কালকিনি ( মাদারীপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৯২ Time View

বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো বাতাসের কারণেই টানা ১২ ঘণ্টার বেশি সময় যাবৎ বিদ্যুৎবিহীন রয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পৌরসভার বেশিরভাগ এলাকা।

গতকাল রোববার (২৪ মার্চ) রাত সাড়ে ৮ টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্তও এসব এলাকার কোনো লাইনে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়নি।

শুধু গতকালই নয়,প্রায়ই এমনটা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগী সহ পুরো এলাকার মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়।
বিশেষ করে এখন রমজান মাস হওয়ায় রোজাদারদের নামাজ পড়তে ও ভোর রাতে সেহরী খেতে অসুবিধায় পড়তে হয়। কোন কোন বাসায় পানি না থাকায় মুসল্লীরা ওজুও করতে পারেন নি।

এদিকে কিছু কিছু বেসরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোতে জেনারেটর চালিয়ে কোনো মতে জরুরী সেবা দিতে দেখা যায়। তবে সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে।

জানা যায়,গতকাল রাত সাড়ে ৮ টার দিকে মাদারীপুরের কালকিনিতে প্রায় ৪৫ মিনিট যাবৎ হালকা ঝড় হাওয়া সহ বৃষ্টি হয়।এসময় থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেশ কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ভুক্তভোগীরা জানান,বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণ জানতে কালকিনি পল্লী বিদ্যুৎ অফিসের জরুরী সেবা নাম্বার(০১৭৬৯ ৪০১৩৯৭) সহ একাধিক কর্মকর্তাকে ফোন করেও পাওয়া যায়নি।তাই তারা এ বিষয়ে কোন তথ্যও জানতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাসিন্দা মোঃ নাজিম হোসেন আক্ষেপ করে বলেন, “পল্লী বিদ্যুৎ অফিসে একাধিক বার কল দিলাম,তাও কেউ ফোন ধরলো না ! আমার প্রশ্ন হলো এই মূহুর্তে আমি বিদ্যুৎ সংযোগের তথ্যের ব্যাপারে কল না দিয়ে যদি কোনো দূর্ঘটনা এর খবর দেওয়ার জন্য কল দিতাম তাহলে তাদের কিভাবে পেতাম? বিদ্যুৎ তো ঠিক মতো থাকেই না,আবার জরুরী কোন দুর্ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তার বিষয়টিও এখন প্রশ্নবিদ্ধ।”

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনেরা বলেন,হাসপাতালের মতো একটা জরুরী সেবা কেন্দ্রে প্রায় ১২ ঘন্টা কারেন্ট থাকেনা বিষয়টা ভাবা যায় না। এরকম হলেতো আমাদের রোগীরা আরও অসুস্থ হয়ে যাবে।তাই বিষয়টা প্রশাসন সহ সংশ্লিষ্টদের দেখা উচিৎ ।

এ ব্যাপারে জানতে কালকিনি পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) পংকজ সিকদার মুঠোফোনে একুশে টেলিভিশনের প্রতিনিধিকে বলেন,”কোথায় কখন থেকে বিদ্যুৎ নেই তা আমার জানা নেই।আমি সকালে অফিসে গিয়ে জেনে ঐ এলাকায় লোক পাঠাবো।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense