প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৪, ৯:৩৯ পি.এম
মাদারীপুরের রাজৈর যৌতুক মামলায় প্রবাসীর বসতবাড়ির মালামাল ক্রোক

মাদারীপুরের রাজৈর উপজেলার আলোচিত যৌতুক মামলার পলাতক আসামির বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে। আদালতের আদেশে (১৮ মার্চ সোমবার) দুপুরে রাজৈর থানা-পুলিশ এ মালামাল ক্রোক করে। মালামাল ক্রোক করা হয়েছে রাজৈর উপজেলার দক্ষিন সারিস্তবাদ গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে কাতার প্রবাসী সোহেল মোল্লার (৩৮)।
আসামির মালামাল ক্রোক করতে সম্প্রতি ফরিদপুর বিজ্ঞ আদালত ক্রোক পরোয়ানা জারির আদেশ দিয়ে ছিলেন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আসাদুসজ্জামান হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিন সারিস্তবাদ গ্রামে এ আসামির বাড়িতে যায়। এসময় স্থানীয়দের উপস্থিততে দুপুর একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত অভিযান চালিয়ে প্রবাসী সোহেল মোল্লার বসতঘর থেকে এক লাখ টাকা মূল্যের আসবাবপত্র ক্রোক করে।
প্রবাসী সোহেল মোল্লার মা আমিরুন নেছা বলেন, আমার সব মালামাল পুলিশ আইসা নিয়ে গেছে, আমি কিভাবে থাকমু, মাটিতে ঘুমাইতে হইবে এখন আমার। উল্লেখ কাতার প্রবাসী সোহেল মোল্লার সাথে বিয়ে হয়ছিলে ভাংগা পৌর এলাকার চুন্নুর মেয়ে রেবেকা বেগমের, এ সংসারে তাদের দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে, মুলত রেবেকা বেগমের করা যৌতুক মামলায় ঘটনাকে কেন্দ্র করেই এ মালামাল ক্রোকের আদেশ দেন আদালত।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত