মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

স্কুলে পতাকা টানাতে গিয়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

অনলাইন রিপোর্ট
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৬৪ Time View
ফাইল ছবি

স্কুলের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে রিয়ান বাদশা (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর কদমতলীর পলাশপুর আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটে।

 

নিহত রিয়ান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনগ্রামের সিএনজি অটোরিকশাচালক ফারুকের ছেলে। পরিবারের সঙ্গে পলাশপুর ৫ নম্বর রোডে থাকতেন।

 

ওই স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও জাকির হোসেন জানান, পতাকার স্টিলের পাইপটি পাশের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হয়। এ সময় রিয়ান পতাকা টাঙাতে গেলে বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে সে। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানায় জানানো হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense