সাভারের আশুলিয়ার রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মাদক নির্মূলে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা অফিসার ইনচার্জ, এ. এফ, এম, সায়েদ।
আজ ২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ. এফ, এম, সায়েদ বলেন মাদক নির্মূলে আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তারা জিরো টলারেন্স অবস্থানে আছেন। মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর। আপনারা যে কোন বিষয়ে বা প্রয়োজনে আমাদেরকে জানানোর আহ্বান করছি।
অথবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাওয়ার জন্যও তিনি আহ্বান করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় আশুলিয়ার অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিকস এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply