বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন। শুক্রবার ১ই”মার্চ সন্ধ্যা ৭টায় মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ মাদারীপুরের শান্তিনগর জেলা কমেটির আয়োাজনে সহরের গৌড়া বাড়ির খেলার মাঠে সপ্তা ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
টুর্নামেন্টের এ খেলায় মোট ১৬টি টিমনিয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিদিন খেলায় ৪টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ১সপ্তাহ পরে ফাইনাল রাউন্ডে বিজয়ী দল নিয় ফাইনাল রাউন্ড শুরু হবে, বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার। ৩২ ইঞ্চি টেলিভিশন ও ২৪ ইঞ্চি টেলিভিশনসহ থাকছে বিজয়ীদের জন্য অন্যান্য পুরস্কার সামগ্রী।
দেশে যখন মাদক বিস্তারে আধিপত্য করছে একশ্রেণীর মানুষ, ঠিক এইসয় মাদারীপুর শান্তিনগর এলাকায় মাদক বিরোধী বাংলাদেশ মাদকমুক্ত যুব সংঘ শান্তিনগরে এক দল যুবকে সোচ্চার হয়েছে, মাদক বিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে তারা,এরমধ্যে খেলাধুলা মাঠ তৈরি করা,উঠান বৈঠক, দাবা খেলা, ক্রিকেট টুর্নামেন্ট গঠন,ফুটবল টুর্নামেন্ট, মাদকবিরোধী কর্মকাডের সাথে জরিতদের ব্যেপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সংগঠনটি।
বাংলাদেশ মাদক মুক্ত যুব সংঘ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের কেন্দ্রীয় সভাপতি জসিম গৌড়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর চেম্বার অফ কর্মাসের সভাপতি হাফিজুর রহমান চাচ্চু খান। বিশেষ অতিথি মাহাথির খান শাম্স, সংগঠনের জেলার সভাপতি দর্পণ খান, বিশিষ্ট ব্যবসায়ী সুবাহান মিয়া, কিসলু বাহাদুর, জাহিদ ভূঁইয়া,তুহিন হাওলাদার, সুমন হাওলাদারসহ,সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।
Leave a Reply