মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

নড়াইলে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-১

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৮ Time View

নড়াইলের নড়াগাতী থানায় মো. লেকবার সরদার (২৫) নামে এক যুবককে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকালে কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকার পাখিমারা পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লেকবার সরদার নড়াগাতি থানার পাখিমারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি দল জেলার নড়াগাতী থানাধীন পাখিমারা পশ্চিম পাড়া গ্রামে মো. লেকবার সরদারের বাড়ীতে অভিযান চালায়।

পরে তার নিজ কক্ষে খাটের নিচে থেকে একটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১২ টি প্যাকেটে ২ কেজি করে মোট ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের বাজার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া আসামীর বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense