মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, যাত্রা শুরু করল ইলামিত্র সংগ্রহশালা

সেলিম খান, চাঁপাইনবাবগঞ্জ
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০২ Time View

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, যাত্রা শুরু করল ইলামিত্র সংগ্রহশালা। শনিবার দুপুরে এ সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মহাম্মদ হুমায়ূন কবীর, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তরা।

এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ইলামিত্র সম্পর্কে সবাই জানার সুযোগ করে দিতেই এ সংগ্রহ শালাটি গড়ে তোলা হয়েছে। এটিকে গিরে আমাদের আরো পরিকল্পনা রয়েছে। সেই সাথে পাঠ্যবইয়ে ইলামিত্রকে তুলে ধরার বিষয়েও উদ্যোগ নেওয়ার হবে বলে জানান মন্ত্রীপরিষদ সচিব।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে, নাচোল উপজেলার রাওতাড়া গ্রামে ইলামিত্র মঠের পাশেই মাটির দ্বিতল ভবনে গড়ে তোলা হয়েছে ইলামিত্র সংগ্রহশালা। সেখানে স্থান পেয়েছে ইলামিত্রের তেভাগা আন্দোলন সহ বিভিন্ন ইতিহাস, ইলামিত্রর বিভিন্ন সময়ের স্থিরচিত্র।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense