প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৪, ১০:৫৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে সোমবার সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহফুজা সুলতানা।
জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দিনব্যাপি আয়োজনে জেলা পাঁচ উপজেলার শতাধিক অংশগ্রহনকারীদের মধ্য থেকে সেরা ১৫ সেরা অ্যাথলেটরা মাসব্যাপী প্রশিক্ষনে অংশ গ্রহনের সুযোগ পাবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত