বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শ‌হিদুল ইসলাম, মুকসুদপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৭ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী বিশ্বাস দূর্গা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার ও‌সি আশরাফুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম পাভেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এতে মুকসুদপুর থানা, মুকসুদপুর ফায়ার সার্ভিস, মুকসুদপুর আনসার, মুকসুদপুর সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করেন। মুকসুদপুর উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense