প্রতিবছরের ন্যায় এ বছরও মাদারীপুরের কালকিনিতে স্বেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি’র পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৫ ডিসেম্বর)সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়।
এবছর ১০০ অসহায় ও দুস্থ শীতার্ত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।এ সময় প্রতিটি শীতার্ত পরিবারকে শীতের সুরক্ষা সামগ্রী হিসেবে একটি করে কম্বল দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন।প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির মতো এমন স্বেচ্ছাসেবী সংগঠন আছে বলেই পৃথিবীটা এখনও এতো সুন্দর।কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি একটি রক্তদাতা সংগঠন হলেও তাদের এরকম বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলো সত্যি প্রশংসনীয়।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মীর ফেরদৌস,উপদেষ্টা ডাঃ আঞ্জুমান আরা বেগম(মনি),কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান জাহাংগীর হোসেন,সংগঠনটির সাবেক উপদেষ্টা ও একুশে টিভির প্রতিনিধি সাংবাদিক রকিবুজ্জামান।
অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি রক্তদাতা সংগঠন হলেও বিভিন্ন সামাজিক কাজেও তারা অংশগ্রহণ করছে। তাদের এ কাজকে সাধুবাদ জানানোর পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান বক্তারা।আগামীতেও এ সংগঠনটি সমাজসেবামূলক এসব কাজ চালিয়ে যাবে বলে প্রত্যাশা করেন সকলে।
কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার শামীম এর সঞ্চালনায় ও সংগঠনটির পরিচালক রোমান হোসেন রানা মৃধার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সকল নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি সেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কাজ করে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত