শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

সরকার উৎখাতের আন্দোলন বিএনপি ব্যর্থ হয়েছে : বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৯ Time View

দেশের জনগণের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপি’র সরকার উৎখাতের আন্দোলন করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। রোববার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপি দিন তারিখ মিনিট সময় ঘোষণা দিয়ে সরকার উৎখাত করতে চায়। কিন্তু দেশের মানুষের তাদের বিশ্বাস করে না। তাদের জালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড জনগণ প্রত্যাখান করেছে। এই কারণে তাদের হরতালও ব্যর্থ হয়। অবরোধও ব্যর্থ হয়। যখন তারা হরতাল অবরোধ দেয়, তখন দেশের মানুষ তা প্রত্যাখান করে তাদের দৈনদিন্দন স্বাভাবিক জীবন যাপন করে। এই কারণে আমরা বার বার বলে আসছি, বাংলাদেশের মানুষ শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। তাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবরো ক্ষমতায় আনতে চায় জনগণ।
এসময় তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক ভাবে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, পৌর আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা। পরে তিনি তার মা ও বাবার কবর জিয়ারত করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category