শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

রাজশাহীতে চিকিৎসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আসাদুল্লাহ সনি, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৭৩ Time View

রাজশাহীতে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকান্ডের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে মঙ্গলবার দুপুরে তিনটার দিকে কর্মসূচীতে জেলার সকল সরকারী-বেসরকারী হাসপাতালের চিকিৎসক, নার্স, অনান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন,বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. দুররুল হোদা, সাধারন সম্পাদক ডা. গোলাম রাব্বানী,পদ্মা ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম সাঈদ ম্যাক্স হসপিটালের ব্যাবস্থাপক আব্দুল বারী, বাংলাদেশ ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিনসহ অনান্যরা।

মানববন্ধন থেকে চিকিৎসক নেতৃবৃন্দ ঘোষণা করেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে সারা দেশেই প্রয়োজনে চিকিৎসা সেবা প্রদান বন্ধের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন চিকিৎসকরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category