খুলনার দাকোপের লোনা জলের সোনার ছেলে মোঃ ইমরান আহমেদ। সুন্দরবন কোল ঘেষা এই জনপদ এখনও সড়ক পথে বিছিন্ন জেলা শহরের সাথে।
সুন্দরবন আর কৃষি নির্ভর এই জনপদে কে, যে কয়জন আলোকিত করেছে,তাদের অন্যতম কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা গ্রামের মোঃ ইমরান আহমেদ। বাজুয়া ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ থেকে ইন্টার পাশ করে ও খুলনা বি,এল কলেজ থেকে ইংরেজিতে অর্নাস পাশ করেন। সোমবার (১০ জুলাই) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই প্রজ্ঞাপনে জামালপুরসহ দেশের ৮টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের আদেশ জারি হয়। তারমধ্যে জামালপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব মোঃ ইমরান আহমেদ। মোঃ ইমরান আহমেদ এই সাফল্যে তার এলাকার সহপাঠী, দাকোপের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply