শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

কালকিনিতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ড. আব্দুস সোবহান গোলাপ এমপি

কালকিনি প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৩৩৪ Time View

মাদারীপুর কালকিনিতে শনিবার ( ৮ জুন ২০২৩) সকালে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাড়িয়েছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সুবহান গোলাপ এমপি ও কালকিনি উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার গভীর রাতে কালকিনি উপজেলার শিকার মঙ্গল বাজারে অগ্নিকান্ডে হাসিনা বেগম, আহমদ ঘরামী ও কামাল হোসেনের ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে সবকিছু ছাই হয়ে যায় এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানিয়েছে কালকিনি ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এসময় কালকিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার প্রধানের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে নগদ তিন হাজার টাকা, ৩০ কেজি চাল ও এক বান্ডেল টিন তুলে দেন সংসদ ও উপজেলা নির্বাহী অফিসার, পিংকি সাহা। তাৎক্ষণিক সরকারি অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্তরা।

এসময় আরো উপস্থিত ছিলেন – কালকিনি থানা অফিসার ইনচার্জ, মোঃশামীম হোসেন, শিকার মঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সিরাজুল ইসলাম মৃধা, পৌর মেয়র, এস এম হানিফ সরদার কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সরদার মোঃ লোকমান হোসেন সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মিয়া শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category