শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

নড়াইলে অষ্ট্রেলিয়া আওয়ামী লীগ শাখার সাংগঠনিক সম্পাদককে নিজ এলাকায় সংবর্ধনা

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩৯২ Time View

অষ্ট্রেলিয়া আওয়ামীলীগ শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমান রোমেল নিজ এলাকায় আড়ম্বরপূর্ণ সংবর্ধনায় সিক্ত। সোমবার (২২ মে) বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলা বাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, মধুমতি সেতুর টোল প্লাজায় অষ্ট্রেলিয়া আওয়ামীলীগ শাখার মনোনীত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমান রোমেল উপস্থিত হওয়ার সাথে সাথে লোহাগড়া উপজেলার সর্বস্তরের জনগনের পক্ষে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

দুই শতাধিক মোটরসাইকেলে শোভাযাত্রায় আলাউদ্দীন মুন্সীর মোড়, বাজারের ফয়েজ মোড় হয়ে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় স্কুল মাঠে এসে উপস্থিত হন। স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনায় রোমেল বলেন, প্রায় ২০ বছর ধরে অষ্ট্রেলিয়ায় বসবাস করছি। দূর পরবাসে থাকলেও মন পড়ে রয় এই লোহাগড়া নড়াইলে। প্রবাস জীবনে থাকাকালীন আপনারা অনেকে ছোট থেকে বড় হয়েছেন, অনেকেই আমাকে দেখেননি।

কিন্তু আজ আপনারা সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে আমাকে যে সন্মান দেখিয়েছেন তাতে আমি আবেগ আপ্লূত, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আমি দেশে পৌঁছেই গতকাল রোববার মাননীয় সংসদ সদস্য নড়াইল-২ মাশরাফী বিন মুর্তজা ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি। ভাই বলেছেন নড়াইলের উন্নয়নে আপনারা রাজনীতিতে আসুন, কাজ করুন। উন্নয়নের ক্ষেত্রে আপনাদের সকলের প্রচেষ্টায় নড়াইলকে সুন্দর ভাবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবো।

মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আপাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে এত বড় দায়িত্ব অর্পণ করার জন্য। সামনে নির্বাচন আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য কাজ করবো। সংবর্ধনা অনুষ্ঠানে, প্রবীণ সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনা ও সদরউদ্দিন শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর মো.ফারুক শেখ, কাউন্সিলর মো. পলাশ শেখ, শেখ মোস্তফা কামাল, পিকুল, উজ্জ্বল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উপজেলার নেতৃবৃন্দ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category