টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর ইউনিয়নের হাতকুড়া জামে মসজিদের ইমাম মুফতী সাইফুল ইসলাম-কে মারধর করা হয়।এ ঘটনায় দুই ভাই-কে অভিযান গতকাল দিবাগত রাতে ৩ঃ৩০মিনিটে গাজীপুরের কালিয়াকৈরে হরতকীতলা এলাকার আত্মীয় বাড়ী থেকে তাদের-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা মির্জাপুরের ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ (৩৬) ও আশরাফুল ইসলাম কদম আলী (৩১)। স্হানীয় লোকজনের সাথে কথা হলে তারা জানান,হাতকুড়া জামে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সঙ্গে বিরোধের জের ধরে গত১৮জানুয়ারী মসজিদের ইমাম মুফতী সাইফুল ইসলামের ওপর চড়াও হন তারা।আমরা এর প্রতিবাদ করতে গেলে আমাদের উপরেও ক্ষিপ্ত হয় তারা। মসজিদের কাজ শেষ করে ইমাম সাহেব বাড়ীর দিকে রওয়ানা দেন তিনি।তারা দুই ভাই ইমামের পিছনে পিছনে গালিগালাজ করতে করতে ইমামের ঘরে প্রবেশ করে।সেখানে গিয়ে ইমাম সাহেব-কে বেধড়ক মারধর করে এবং দাড়ি টেনে ছিঁড়ে ফেলে।
এ ঘটনায় গত(২০ই)জানুয়ারী থানায় মামলা করেন হামলার শিকার হওয়া মুফতী সাইফুল ইসলাম।মামলা হওয়ার১৫ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় কওমি ওলামা পরিষদের টাঙ্গাইল ও মির্জাপুর শাখার উদ্যোগে (৪ই জানুয়ারী) উপজেলার কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করেন।এসময় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
এ বিষয়ে,হাতকুড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সিদ্দীক হোসেন,ও কুরনীর ইমান মাস্টার জানান,তারা দুই ভাই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদের জন্য অতিষ্ঠ এলাকাবাসী। মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস,এম মনসুর মুসা জানান,তথ্য-প্রযুক্তির মাধ্যমে গতকাল রবিবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরের হরতকীতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানা গ্রেপ্তার কৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply