মাদারীপুরের রাজৈরে এক প্রবাসীর নির্মাণাধীন বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ফদির বেপারী ও তার লোকজনের বিরুদ্ধে। এসময় বাধা দেওয়ায় প্রবাসীর পিতাকে কুপিয়ে জখম করারও অভিযোগ রয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) রাত ১০টায় উপজেলার বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ দিয়েও বর্তমানে চরম আতঙ্কে জীবন-যাপন করছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, দীর্ঘ তিন বছর যাবত প্রবাসী মোহাম্মদ রাজিবের পিতা আদালি বেপারীর(৬৫) সাথে ১.৩৮ শতাংশ জায়গা নিয়ে মামলার বিরোধ চলে আসছে।
এরই জের ধরে রাতের আধারে ফদির বেপারী, মুরাদ বেপারী ও টুটুল বেপারীসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রাজিবের ক্রয়কৃত জায়গায় নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ঘরের দেয়াল ভেঙে তছনছ করে দেয়। এসময় টের পেয়ে তার পিতা আদালি বেপারী(৬৫) বাধা দিতে গেলে তার মাথায় কোপ দেয় হামলাকারীরা। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে ঘটনাস্থল পরিদর্শন করে রাজৈর থানার পুলিশ। এ ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছে। তবে হামলাকারীরা জোরদার হওয়ায় চরম আতঙ্কে জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবার।
প্রবাসী মোহাম্মদ রাজিব জানায়, ওরা আমার নির্মাণাধীন বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে। আমার বৃদ্ধ পিতাকে কুপিয়ে জখম করেছে। আমাদেরকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। ওরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাই ওদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আমরাও খুব আতঙ্কে রয়েছি। আমি এর বিচার চাই। রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত