মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ২ নারীসহ ৫ জন আহত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হুজ্জুত আলী বেপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের উদ্ধার করে শিবচর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রশিদ মাদবরের পক্ষে তার ভাই নাসির মাদবের ছেলে রহমান মাদবর (১৫), ভাইয়ের স্ত্রী ঝর্না বেগম (৩৫) ও চাচাতো ভাই রাজা মিয়া মাদবর (৫০) আহত হয়।
আহত অপর পক্ষের সদস্যরা হলেন ওই এলাকার জয়নাল মাদবরের ছেলে ইব্রাহিম মাদবর (৪০) ও তাঁর স্ত্রী সোনিয়া বেগম (২৫)।তবে এদের মধ্যে রহমান মাদবরের, ইব্রাহীম মাদবর ও তার স্ত্রী সোনিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়,কয়েক বছরধরে রশিদ মাদবরদের ওই সাথে ওই এলাকার আমির হোসেন মাদবরদের সাথে দ্বন্দ্ব চলে আসছে।
যা নিয়ে আদালতে মামলাও চলছে।আজ সকালে ওই জমি থেকে সরকারীভাবে মাটিকেটে পাশ্ববর্তী রাস্তা মেরামত করার সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।এসময় আমির হোসেন মাদবর ও তার ভাই ইব্রাহিম মাদবর রশিদ মাদবরের ভাইয়ের ছেলে রহমান মাদবরকে (১৫)কে দেশী অস্ত্র ও ইট দিয়ে আঘাত করে।
পরে রহমানের ভাই জাহিদ ও তার মা ঝর্না বেগম এগিয়ে আসলে ঝর্না বেগমকে ছেন দিয়ে কোপ দেয়।এসময় রশিদ মাদবরের চাচাতো ভাই রাজা মিয়া মাদবর এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে।পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে গেলে আমির হোসেন মাদবরের ভাই ইব্রাহীম মাদবর ও তার স্ত্রী সোনিয়া আহত হয়।
রশিদ মাদবের ছোট ভাই খোকন মাদবর বলেন, জমিটা নিয়ে আদালতে মামলা চলছে। সকালে ইব্রাহীম মাদবর,আমির হোসেন মাদবরেরা আমার ছেলে, স্ত্রী ও চাচাতো ভাইয়ের উপর হামলা চালায়।আমরা থানায় অভিযোগ দিয়েছি।থানা পুলিশ এখানে এসেছি। আমরা তদন্তকরে এর সঠিক বিচার চাই।
অপর পক্ষের আমির হোসেন মাদবর বলেন, আমাদের জমি নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব চলছিল।তার আজ সকালে আমাদের বাড়ির সামনে এসে আমাদের উপর হামলা চালায়।এতে আমার ভাই ও ভাইয়ের স্ত্রী আহত হয়।আমরাও থানায় অভিযোগ করেছি। শিবচর থানার উপপরিদর্শক মোঃ আব্দুর রহিম মুঠোফোনে বলেন,আমরা ঘটনাস্থলে এসেছি।কোন পক্ষ এখনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত