মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

গোপালগঞ্জে এলজিইডি’র উদ্যোগে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের মাঝে কর্ম সহায়ক সরঞ্জামাদি বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ Time View

গোপালগঞ্জে এলজিইডি’র উদ্যোগে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের মাঝে কর্ম সহায়ক সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ এলজিইডি’র আয়োজনে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা এলজিইডি’র অফিস চত্বরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি এবং আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের মাঝে ঝুড়ি, কোদাল, দা, হাসুয়া, দরমুজ, এ্যাপ্রোন, ছাতা, পতাকা, সাবান, মাস্ক ও মেডিকেল বক্স বিতরণ করা হয়। গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ।

গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, “উক্ত প্রকল্প নারী কর্মীদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়ন, কর্ম-সংস্থানের সুযোগ সৃষ্টি করে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি নামে খ্যাত গোপালগঞ্জ জেলার গ্রামীণ গুরুত্ব পূর্ণ সড়ক বছরব্যাপী রক্ষণাবেক্ষণের মাধ্যমে চলাচলের উপযোগী রেখে গ্রামীন অর্থনীতি সচল রাখা”। এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো দুস্থ নারীদের সহায়তা করা যাতে তারা নিজেরাই সাবলম্বী হতে পারে।

এসময় গোপালগঞ্জ এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, জেলার ৫ উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীগণ, উক্ত প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ জেলার পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি এবং আরইআরএমপি-৩ এ নিয়োজিত নারী কর্মীদের একাংশ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category