মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

নন্দীগ্রামে মেয়র-ওসিসহ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান

আব্দুল আহাদ, বগুড়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৫৭ Time View
বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার মেয়র, থানার ওসি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ পাঁচ গুণীজনকে বিভিন্ন কর্মকান্ড ও সফলতার স্বীকৃতি স্বরুপ সংবর্ধণা এবং সম্মাননা প্রদান করা হয়েছে।
গত শনিবার রাতে পৌর সদরের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় এ সংবর্ধণা দেয় নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাব। পৌরসভা এলাকায় অপরাধ প্রবণতা রোধে সিসিটিভি স্থাপন করায় মেয়র মো. আনিছুর রহমান, মাদক ও জুয়া কঠোরভাবে রোধ করায় থানার ওসি মো. আনোয়ার হোসেন, সাংবাদিক সংগঠনে সফল নেতৃত্ব দেওয়ায় নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সাহসী প্রতিবাদী সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করায় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া এবং জনতার চেয়ারম্যান হিসেবে পরিচিতি পাওয়ায় থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এদিন অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন করেন থানার ওসি আনোয়ার হোসেন। অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন।
আরও বক্তব্য রাখেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ। উপস্থিত ছিলেন সাংবাদিক তানসেন আলী মন্টু, মিজানুর রহমান মুকুল, আনোয়ার হোসেন, কামরুজ্জামান ফারুক, রাইসুল ইসলাম রাসেল, হাফছা খাতুন প্রমুখ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category