
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১২টি ইউনিয়ন সদস্য সংগ্রহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ( ১৯ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম ইস্রাফিল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন – সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী খসরু, সাবেক ভিপি ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য মোঃ কামরুল হাসান শাহ, বাবলু হাজরা, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি কৃষ্ণ কান্ত দে, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেখ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সদস্য নাঈম শেখ
পলাশ হাজরা, বুলবুল আহম্মেদ হাজরা, পৌর সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিখন, ঘাঘর ইউনিয়ন সভাপতি পরিতোষ গাইন, বান্ধাবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক গাউচ বিশ্বাস, রাধাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্চয় হালদার, পিনজুরী ইউনিয়ন সভাপতি মন্টু মিয়া,সাদুল্লাপুর ইউনিয়ন সভাপতি তাপস বিশ্বাস, লিটন বাড়ৈ সহ উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন- বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবে।