পিরোজপুরের নেছারাবাদে মেসার্স কৌশানী মটরস হোন্ডা মোটরসাইকেলের নেছারাবাদ বাজার শাখার শোরুমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নেছারাবাদ উপজেলা রোডে শোরুমটির উদ্বোধন করা হয় এসময় উপস্থিত ছিলেন হোন্ডা রিজোনাল ম্যানেজার সেলস মোঃ বসিরুল ইসলাম, হোন্ডা রিজোনাল ম্যানেজার সার্ভিস মোঃ আকরামুল হক, হোন্ডা এরিয়া ইনচার্জ ডিলার ডেভলপমেন্ট সাঈদ মাহমুদ প্রমুখ।
নেছারাবাদ ( স্বরুপকাঠীতে ) এই প্রথম এক্সক্লুসিভ হোন্ডা কৌশানী মটরস উদ্বোধন হল, কৌশানী চেয়ারম্যান বলেন, হোন্ডা কোম্পানীকে ধন্যবাদ স্বরুপকাঠীতে হোন্ডা এক্সক্লুসিভ ডিলার দেয়ার জন্য , তিনি আরো বলেন আমরা বিভিন্ন ব্রান্ডের ব্যবসা করি তাই কাস্টমারদের প্রকৃত সেবা দেয়াই মুল লক্ষ্য, তাই সকলকে কৌশানী মটরসের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।
নতুন এ শোরুম থেকে হোন্ডা বাইক কিনলেই গ্রাহকদের জন্য মাসব্যাপী ‘নিশ্চিত আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। নেছারাবাদ উপজেলা বাজারের সদর রোডে নতুন শোরুমে হোন্ডা ব্র্যান্ডের সকল মটরবাইক সহ সব পণ্যের যন্ত্রাংশ পাওয়া যাবে।পাশাপাশি সেখানে হোন্ডা মোটরসাইকেল সার্ভিসের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানান প্রতিষ্ঠানটির মালিক।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত