শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন

মোঃ আমানুল্লাহ ফকির
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৮০ Time View

আইচি হেলথকেয়ার গ্রুপের আওতাধীন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’  উদযাপন করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর ২০২২) উত্তরার তুরাগ এলাকায় সচেতনতামূলক র‌্যালি শেষে হাসপাতালের শিক্ষানবীশ ডাক্তার ও শিক্ষার্থীরা স্তন ক্যান্সার সচেতনতার উপর তথ্যনির্ভর নাটক মঞ্চস্থ করেন। নাটকে স্তন ক্যান্সার বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানের আলোচনা সভায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন বলেন ‘স্তন ক্যান্সার প্রতিরোধে আমাদের সচেতন থাকা উচিৎ। এজন্য যথাসময়ে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পাশাপাশি নিয়মিত চেক-আপ করা প্রয়োজন। স্তন ক্যান্সার এখন আর ভয়ের কিছু নয়। আমাদের দেশেই উন্নত প্রযুক্তিতে এর চিকিৎসা সম্ভব।’

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ স্তন ক্যান্সার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ও উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সামাজিক ও পারিবারিকভাবে স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা ও সচেতনতার তৈরির লক্ষ্যেও তারা আলোকপাত করেন। তারা বলেন, স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এতোদিন এ ক্যান্সার বিষয়ে নারীদের সচেতন করার উদ্যোগ বেশি থাকলেও এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চালানো হচ্ছে। আমাদের সমাজের অনেকেই স্তন ক্যান্সার বিষয়ক সমস্যা নিয়ে লজ্জায় অন্য কারো সাথে কথা বলতে চান না। তবে লজ্জা নয়, সচেতনতাই পারে স্তন ক্যান্সার প্রতিরোধ করে সুস্থ জীবন নিশ্চিত করতে।

মাসব্যাপি স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা কার্যক্রমের আওতায় তথ্য ও সেবা প্রদানের জন্য উত্তরার তুরাগে অবস্থিত ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense