
মাদারীপুরে পালিত হল জাঁকজমকপূর্ণ ভাবে সামাজিক অনলাইন ও অফলাইন অরাজনৈতিক সংগঠন ”দুরন্ত মাদারীপুর”।
গতকাল মাসুদ পারভেজ সভাপতিতে ভূঁইয়া কমিনিটি সেন্টার বিকাল ৫টায় রোজ শুক্রবার ৩০ অক্টোবর ২০২২ তারিখে পালিত হয় দুরন্ত মাদারীপুর প্রতিষ্ঠা বার্ষিকী। চলো স্বপ্ন দেখি,স্বপ্ন দেখাই” এই স্লোগানকে সামনে রেখে, হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে প্রাণের সংগঠন দুরন্ত মাদারীপুর (Duranta Madaripur) আজ ৬ষ্ঠ বছর শেষ করে ৭ম বছরে পদার্পণ করলো সকলের প্রিয় সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত মাদারীপুর।
মঞ্চে উপস্থিতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও মাদারীপুরে সকল সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সংক্ষিপ্ত পরিসরে সংগঠনের কাজ গুলো নিয়ে প্রশংসনীয় ভুমিকা হিসাবে পৃথক পৃথক বাণী দেয়।
এছাড়া অনুষ্ঠানে মাঝে মাদারীপুরে অবস্থানরত বিভিন্ন সামাজিক অবদানে ও মানবিক শিক্ষকদের এবং লেখকদের অবদানের জন্য সম্মানিত হিসাবে ক্রেস্ট প্রদান করেন। উক্ত আয়োজনে মাদারীপুর জেলার যেসকল সম্মাননা স্বারক প্রদান করা হয়।
১। ডঃ রহিমা খাতুন জেলা প্রশাসক মাদারীপুর। ২।চাইলাউ মারমা অতিরিক্ত পুলিশ সুপার মাদারীপুর। ৩। মোঃ মাইন উদ্দিন ইউএনও মাদারীপুর সদর উপজেলা। ৪। মানবিক শিক্ষক কাজী ওবায়দুর রহমান প্রধান শিক্ষক, মাদ্রা মাধ্যমিক বিদ্যালয়।
৫। মানবিক শিক্ষিকা বিলকিস ফেরদৌসী প্রিন্সিপাল, বিয়াম ল্যাবরেটরি একাডেমি। মানবিক সমাজসেবক জনাব ওয়াদুদ জনি মিয়া। প্রতিষ্ঠাতা পরিচালক আফতাব উদ্দিন মিয়া ফাউন্ডেশন এবং প্রধান উপদেষ্টা দুরন্ত মাদারীপুর। মাদকের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করায় মাদারীপুর জেলা পুলিশ গোয়েন্দা শাখা মানবিক ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান সোহেল।
মানবিক লেখক শ্রী সুবল বিশ্বাস মানবিক লেখিকা ফৌজিয়া নাসরিন মানবিক সাংবাদিক মোঃ বেলাল রেজভী মানবিক সাংবাদিক আয়েশা সিদ্দিকা আকাশী বিসিএস প্রশাসন হওয়ায় দুরন্ত মাদারীপুর এর এডমিন সাইফুল ইসলাম সাইফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ এসএম সালাহ্উদ্দিন (ওসি তদন্ত) মাদারীপুর সদর। লেখিকা ফৌজিয়া নাসরিন মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাজী ওবায়দুর রহমানসহ অনন্য মাদারীপুরের সকল সামাজিক সংগঠনের নেতৃত্বীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ দুরন্ত মাদারীপুরের প্রতিষ্ঠতা কবির বলেন – বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজনের কথা চিন্তা করে উক্ত আয়োজনে আমরা সিদ্ধান্ত নিয়েছি দুরন্ত ব্লাড ব্যাংক (Duranta Blood Bank) হিসেবে আমাদের দুরন্ত মাদারীপুর এর একটি অঙ্গ সংগঠন থাকবে যার পরিচালক হিসেবে আশিক ফাহাদ দায়িত্ব পালন করবেন।
লেখক শ্রী সুবল বিশ্বাস বলেন – দুরন্ত মাদারীপুর অনলাইনে ৭০ হাজার মেম্বার রয়েছে তাঁদের আদর্শ কর্মকান্ড কারণে এটা তিলে তিলে গড়ে উঠেছে এবং তাঁদের অসাধারন অবদান রয়েছে আগামীতে আস্তে আস্তে এক সময় ৭০ লক্ষ মেম্বার হবে।