
হবিগঞ্জের বাহুবল থানা পুলিশের উদ্যোগে থানা পাঙ্গনে পুজায় ডিউটিতে থাকা সকল পুলিশ সদস্য কে কঠোর ও সর্তক অবস্থানে থেকে ডিউটি পালনের জন্য নিদর্শনা প্রদান করেন বাহুবল থানা পুলিশের অফিসার ইনচার্জ ও (ওসি তদন্ত) প্রজিত কুমার দাস!
শনিবার (০১ অক্টোবর২২) ইং বিকালে বাহুবল থানার সামনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়! শারদীয় দুর্গাপূজা সুন্দর ও নির্বিঘ্নে উদযাপন করার লক্ষে বাহুবল মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের মন্ডপভিত্তিক ডিউটিতে মোতায়েন করা হয়েছে।
এছাড়াও আনসার সদস্যরা প্রতিটি মন্ডপে সার্বক্ষণিক উপস্থিত থাকবে। গোয়েন্দা নজরদারি করার লক্ষে সাদা পোষাকে পুলিশ মোতায়েন আছে।
যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিয়ন্ত্রণে টিম বাহুবল থানা সর্বদা আপনাদের সাথেই আছে। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। সনাতন ধর্মাবলম্বী সকলকে টিম বাহুবল থানার পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।