বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে মাদ্রাসার ৩ ছাত্র নিখোঁজ ১১ দিনে ও সন্ধান মেলেনি

মীর দুলাল, হবিগঞ্জ
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ Time View

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি মাদ্রাসার তিন ছাত্রের- নিখোঁজ ছাত্ররা হলেন- জাকারিয়া মিয়া (১৩), আব্দুল ওয়াহিদ (১৪) ও রাহিম উদ্দিন (১৪) এতে হতাশা গ্রস্থ হয়ে পড়েছেন নিখোঁজ হওয়া ৩ মাদ্রাসা ছাত্রের পরিবারের! স্থানীয় সুত্রে জানা যায় গত ১৯শে সেপ্টেম্বর দুপুর থেকে ঐ তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছেন।

তিন ছাত্র প্রত্যেকেই বাহুবল উপজেলার জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার ছাত্র। নিখোঁজের ৩ দিন পর ২২শে সেপ্টেম্বর তাদের সন্ধান চেয়ে বাহুবল মডেল থানায় আলাদা ৩টি জিডি করেন নিখোঁজ ছাত্রদের পরিবার! কিন্তু এখনও পর্যন্ত পুলিশ তাদের সন্ধান বের করতে সক্ষম হয়নি।

বাহুবল থানা ও জিডি সূত্রে জানা যায়, গত ১৯শে সেপ্টেম্বর আলাদা আলাদা সময়ে উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহিদের পুত্র জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার পুত্র আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র রাহিম উদ্দিন (১৪) মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।

ঘটনার পরপরই মাদ্রাসার শিক্ষক নিখোঁজ ৩ ছাত্রের অভিভাবকদের বিষয়টি জানান। তাৎক্ষণিক জাকারিয়া, ওয়াহিদ ও রাহিমের অভিভাবকরা তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাননি।

পরে ২২শে সেপ্টেম্বর নিখোঁজ জাকারিয়ার পিতা হাফেজ আব্দুস শহিদ, ওয়াহিদের পিতা পাকু মিয়া ও রাহিম উদ্দিনের বড় ভাই সাইদ আহমদ বাহুবল মডেল থানায় জিডি এন্ট্রি করেন!

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, মাদ্রাসা ৩ ছাত্রের নিখোঁজের বিষয়ে থানায় জিডি এন্ট্রি হয়েছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খোঁজে বের করতে সকল ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category