শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

আদারভিটা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি আকবর মিলিটারি সম্পাদক মুক্তা চৌধুরি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নম্বর আদারভিটা ইউনিয়নের দ্বি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরি মুক্তা। গতকাল বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। আদারভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান চৌধুরি মুক্তার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল,যুগ্ন আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান,মিজানুর রহমান রতন,জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনে সরাসরি ব্যালটের মাধ্যমে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজাম উদ্দিন পান ২০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান চৌধুরি মুক্তা ২৬ ভোট পেয়ে নির্বাচিত হোন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম জিকু পান ১৫ ভোট। এ সম্মেলনের ভোটার ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি, সহভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense