মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:০০ অপরাহ্ন

গোপালগঞ্জে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ Time View

নিয়মনীতির তোয়াক্কা না করেই গোপালগঞ্জে ক্ষমতার অপব্যবহার করে পুকুর সংস্কারের নামে সরকারি পুকুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন নামের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।

গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের কুয়াডাঙ্গা নামক স্থানে সওজ’র আবাসিক এলাকার বড় পুকুরটি সংস্কারের নামে তিনি বেশ কয়েকদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছেন। এতে পুকুর সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের উত্তর-দক্ষিণ দিক সহ পূর্ব -পশ্চিম দিকের সড়ক দুটো মে কোন সময় ভূমি ধসে পতিত হবে বলে আশংকা করা হচ্ছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে আমাদের প্রতিনিধি সরেজমিনে ওই এলাকায় গিয়ে অবৈধ ড্রেজার মেশিনটি দেখতে পান। শনিবার সরকারি ছুটিতে অফিস বন্ধ থাকায় এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো.জাহিদ হোসেনের ব্যবহৃত …৮০৩ নম্বরে মুঠোফোনে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে সরকারি পুকুর খননে উপজেলা প্রশাসনের কোন অনুমতি নিয়েছেন কি-না? জানতে চাইলে তিনি রোববার তার দপ্তরে দেখা করার অনুরোধ জানান।

এ বিষয়ে গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান জানান, ড্রেজার মেশিন দিয়ে সওজ’র সরকারি পুকুর খননের বিষয়ে সওজ কর্তৃপক্ষ কোন অনুমতি নেয়নি।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন এবিষয়ে গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন সওজ’র সরকারি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি আপনার মাধ্যমেই জেনেছি। সওজ কর্তৃপক্ষ বালু উত্তোলনের ব্যাপারে উপজেলা প্রশাসনের কোন অনুমতি নেয়নি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense