টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের বুড়ি হাঁটি এলাকায় গতকাল(২১সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৩টার সময় মহিলা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের এক জন ছাত্রী' সুসাইড' নোট লিখে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীর পরিবারের সাথে কথা বলে জানা যায়।
তার পরিবার বলেন,বুড়ি হাঁটি গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন মিয়া(২৪) প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।গোপনে তা ভিডিও ধারণ করে রাখে।সোশাল মিডিয়ায় ভিডিও ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে আসতো আমার মেয়েকে।আমার মেয়ের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুজন।
কলেজে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত-ই টাকার জন্য মারধর ও ভয়ভীতি দেখাতো সুজন।গত ১৫দিন পূর্বে১টি ফেসবুক আইডি থেকে কিছু নগ্ন ভিডিও আপলোড হলে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।গতকাল বুধবার মেয়েটির নজরে আসলে গলায় ওড়না দিয়ে ফাঁস টানিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
মেয়েটির পড়ার রুম থেকে সুইসাইড় নোট উদ্ধার করা হয়েছে।তাতে লিখা রয়েছে‘আমারে তোমরা সবাই মাফ কইরা দিও,আমার জন্য তু-মাগো অনেক মান সম্মান নষ্ট হইছে,আমি চাই না তু-মাগো আরো মান সম্মান নষ্ট হউক।তোমরা জানো না ঐতি কি কি করছে আমার সাথে।
আমারে জোর কইরা ধর্ষণ করছে। তারপর আমার ছবি তুইলা সেই ছবি দিয়া আমার কাছে থাইকা দেড় লাখ টাকার জিনিস নিছে।এ বিষয়ে,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আবু সালেহ বলেন ঘটনা একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছন তিনি।নিহতের পরিবার সুজনের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন তারা।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত