
ফরিদপুর ভাংগা উপজেলা চুমুরদী ইউনিয়নে খাদ্য বান্ধব চাল বিতরনে ব্যাপক দূর্নিতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আজ বধুবার (২১ সেপ্টেম্বর ২০২২ ইং) সকালে এই চাল বিতরণ করেন খাদ্য বান্ধব কর্মসুচির কার্ডের ডিলার ফরহাদ মাতুব্বর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারী নিয়ম অনুযায়ী ১০ টাকা কেজি দরে একজন কাডধারী কে ৩০০ টাকার বিনিময়ে চটের বস্তায় শেলাই করা ভাবে ৩০ কেজি চাল বিতরন করার কথা থাকলেও, সরকারী নিয়মনীতি উপেক্ষা করে, কার্ডধারীদের মাঝে ৩০ কেজি চাল এর পরিবর্তে বস্তা খুলে নিজেরা বালতি দিয়ে মেপে আনুমানিক ২৮ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কাড ধারীর জানান আমাদের সকলকে দুই কেজি করে চাল কম দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ডিলারা চাল বিতরন করেন, আমাদেরকে না জানিয়ে এ বিষয় আমি কিছুই জানি না, তবে কাড ধারীদের ৩০ কেজি চাল দেওয়ার নিয়ম রয়েছে।
Leave a Reply