হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়ায় পারিবারিক বিষয়ের জের ধরে নারী নির্যাতন মামলা দায় করায় প্রকাশ্যে চাচীকে জবাই করে হত্যা করা হয়!
বুধবার (২১ সেপ্টেম্বর২২) ইং দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনা স্থলে পরিদর্শন করেন হবিগঞ্জের সু-যোগ্য পুলিশ সুপার এসএম মুরাদ আলী! এসময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট মাধবপুর সার্কেল এএসপি মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ ও তদন্ত ওসি গোলাম মোস্তফা!
স্থানীয় ও পুলিশের সুত্রে জানা যায় – গত ১৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার ২২ ইং দুপুরে উপজেলার জারুলিয়া গজারীপাড় গ্রামে মধ্যপ্রাচ্য প্রবাসী আক্তার মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার সৎ ভাই গাবরু মিয়ার বিরোধ চলেছিল এ বিষয় নিয়ে মামলা মোকদ্দমাও হয়!
সম্প্রতি আক্তার মিয়ার স্ত্রী আয়েশা আক্তার পলি (৩০) একটি নারী নির্যাতন মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে সৎ ভাসুরের ছেলে মাসুক ও মামুন। মাসুক, মামুন বোন শেফা ও বোন জামাই শামীম পলির ঘরে গিয়ে মামলা করার কারণ নিয়ে তর্কবিতর্কে লিপ্ত হয়।
এক পর্যায়ে পলিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। পরে গুরুতর আহত পলিকে বাড়ির উঠানে নিয়ে দারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় সুত্রে খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন! হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে।
Leave a Reply