
মাদারীপুরের ডাসারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডাসার থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে থানা ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভূতি ভূষন বাড়ৈ, সাধারন সম্পাদক নারায়ন দত্ত, যুগ্ন সম্পাদক মিন্টু লাল বাড়ৈ, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর, নবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান দুলাল তালুকদার, বালিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, ডাসার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাষাই সিকদার, ও আওয়ামী লীগ নেতা নৃপেন বৈদ্য অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, আগামী ১ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার ডাসার থানা এলাকায় ৪১টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রতিমা শোভা পাবে। সকল পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করা হবে।