বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কোটালীপাড়া ছাত্রলীগের বর্ধিত সভা

আবু নাইম শাহ, কোটালীপাড়া
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ Time View

আসন্ন গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে কোটালীপাড়া ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটনকে বিজয়ী করতে কোটালীপাড়া ছাত্রলীগের নেতাকর্মিরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ যৌথ ভাবে এ সভার আয়োজন করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন এর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীউজ্জামন জামির এর সঞ্চালণায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি নাজমুল সরদার চপল, কলেজ ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাসেল শেখ, জুয়েল মুস্নি, মনিরউজ্জামান,শামিম দাড়িয়া,নিয়াজ মোর্শেদ হিরো, মশিউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রিমো,

পৌর ছাত্রলীগ সহ সভাপতি সাজ্জাদ সুমন,উপজেলা ছাত্রলীগের, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াদুল নিজামী,সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী নুর ইসলাম,কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ,সহ সভাপতি রিফাত দাড়িয়া, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লালন শেখ,কলেজ ছাত্রলীগের সহ সভাপতি শফিক তালুকদার, পৌর ছাত্রলীগ নেতা সবুজ হাওলাদার ও হাইউল গাজী সহ তিনটি ইউনিটের ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা রফিকুল ইসলাম বলেন আসন্ন গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে কোটালীপাড়া ৪ নং ওয়ার্ডের সদস্য পদে আমাদের প্রার্থী পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন এর পক্ষে থেকে তাকে বিজয়ী করতে ছাত্রলীগ মাঠে থাকবে।

অন্যান্য নেতারা পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটনের পক্ষে তাকে বিজয়ী করার আহবান জানান এবং দলমত গুরুপিং ও ভেদাভেদ ভুলে কাঁদে কাঁধ মিলিয়ে একসাথে সবাই মিলেমিসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা বলেন ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense