হবিগঞ্জের বাহুবলে সরকারি আইন ভঙ্গ করে রাস্তার উপর গাছ ফেলে মানুষ এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২টি করাতকল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলার চলিতাতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চৌধুরী সমিল এবং লাল মিয়ার সমিল নামে দুইটি করাতকলের মালিককে ১৫,০০০ টাকা করে মোট ৩০,০০০/- ( ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং গাছ সরিয়ে দ্রুত রাস্তা পরিষ্কার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এছাড়াও জালালাবাদ গ্যাস ফিল্ড এর ফেলে রাখা গ্যাস পাইপ অতি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ডিজিএম, জালালাবাদ গ্যাস ফিল্ডকে মোবাইল ফোনে তিনি অবহিত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাস্তায় গাছ ফেলে জনচলাচলে দুর্ভোগ নিয়ে পোস্ট করে অবহিত করার জন্য ফেইসবুকে পোস্ট দাতা এবং কমেন্টস দাতাদের উপজেলার পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply