হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ৩০ বোতল বটকা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ! মঙ্গলবার (২০ সেপ্টেম্বর২২) ইং দুপুরে হবিগঞ্জ জেলা বিচারিক আদালতে দুই মাদক ব্যবসায়ী কে সোপর্দ করেন চুনারুঘাট থানা পুলিশ!
পুলিশের সুত্রে জানা যায় গত কাল দিবাগত রাতে সারে ৯ ঘঠিকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অফিসার ইনচার্জ এম আলী আশরাফ এর দিক নিদর্শনায় এস আই তরিকুল ইসলাম ইমন এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজার এলাকায় থেকে অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়!
আটককৃতরা হলো হবিগঞ্জ শহরের গোপি নাথ পুর চিড়াকান্দি এলাকার ভুপেন্দ্র ভট্টাচার্য্য এর ছেলে সঞ্জয় ভট্টাচার্য্য( ৩৫) অপর জন এক ই এলাকার মৃত্যু রঞ্জন দাস এর ছেলে দুর্জয় দাশ (৩০) তারা দুইজন একই এলাকার বাসিন্দা।
ও অপর এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী হলেন -নুরুল ইসলাম, পিতা সিকির মিয়া,গ্রাম টেকারঘাঠ চুনারুঘাট।
বিষয় টি নিশ্চিত করেন চুনারুঘাট থানা পুলিশের ইনচার্জ এম আলী আশরাফ! তিনি জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply