বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

হবিগঞ্জ গণ অধিকার পরিষদ পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

মীর দুলাল, হবিগঞ্জ
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ Time View

হবিগঞ্জে গণ অধিকার পরিষদ জেলা শাখার বিশেষ আলোচনা সভায় পৌর শাখার আহবায়ক কমিটি গঠনের জন্য নেতৃবৃন্দে মতামতের ভিত্তিতে পৌর শাখা অনুমোদন করা হয়! শনিবার (১০সেপ্টেম্বর২২) ইং সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে গণ অধিকার পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান ও জেলা শাখার সদস্য সচিব আবুল হোসেন জীবন স্বাক্ষরিত আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মালেক হৃদয়, যুগ্ম আহবায়ক যথাক্রমে আব্দুল হক, আবুল কাশেম, এম দুলাল আহমেদ ও নিজাম উদ্দীন,! সদস্য সচিব -আবুল হাসিম, যুগ্ম সদস্য সচিব যথাক্রমে হুমায়ুন কবির, আব্দুর রহিম হোসেন (আরিফ,) ফজর আলী মুন্না ও মোঃ মোস্তাক মিয়া।

সভায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সদর থানা আহবায়ক এমএ রকিব জালাল, সদস্য সচিব জাকারিয়া মিয়া, নবীগঞ্জ সদর উপজেলা আহবায়ক রজব আলী, সদস্য সচিব নুরুল আমিন পাঠান, যুব অধিকার পরিষদ জেলা আহবায়ক তাওহিদ হাসান, সদস্য সচিব আনসার আলী ছাত্র অধিকার পরিষদ সভাপতি রাসেল আহমেদ মাহদী হাসান আঃ হান্নান পাটোয়ারী সহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের জেলা আহবায়ক চৌধুরী আশরাফুল বারী নোমান হবিগঞ্জ পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ মাসের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন করার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, হবিগঞ্জ পৌর শাখা সাংগঠনিক ভাবে সুসংগঠিত হয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category