
মণিরামপুরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে শুভ জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার মণিরামপুর পৌরশহরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া হয়।
সাথে সাথে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে শুভ জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভপতি মাহমুদুল হাসান রকি, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।