গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. বাবুল শেখ।
সে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরী পাড়ার ছব্দুল শেখের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০০৮ সালের একটি মাদক মামলায় বিজ্ঞ বিচারিক আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার পর থেকেই সে পালিয়ে বেড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকদিনের প্রচেষ্টায় বুধবার (৭ সেপ্টেম্বর) পুলিশ তাকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে বিকালে গ্রেপ্তারকৃত আসামীর মো. বাবুল শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত